আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় ইলমে দ্বীন অন্বেষণকারী জান্নাতের পথিকগণ
প্রথমেই আমি মহান রাব্বে কারীমের নিকট লক্ষ কোটি শোকর ও সুজুদ আদায় করছি। যিনি আমাকে তাঁর অশেষ করুণা,কৃপায় ও তার অসীম দয়ায় দ্বীনের খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন । আলহামদুলিল্লাহ। অনলাইন ইন্টারন্যাশনাল মাদরাসার পক্ষ থেকে সকল OIMIAN দের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমান যুগে যেখানে প্রযুক্তি দ্রুত উন্নতি করছে, সেখানে আমরা ইসলামী শিক্ষাকে প্রযুক্তির মাধ্যমে আরও সুগম এবং কার্যকরভাবে উপস্থাপন করতে সক্ষম। আমাদের অনলাইন ইন্টারন্যাশনাল মাদরাসা সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত, যাতে প্রতিটি মুসলিম পরিবারের সকল সদস্য দুনিয়া এবং আখিরাতের জন্য ইসলামের সঠিক শিক্ষা লাভ করতে পারে। এখানে, আমরা শুধুমাত্র ইসলামী শাস্ত্র, তাফসির, হাদীস, ফিকহ, তাওহীদ এবং আকাইদ শিক্ষা দিচ্ছি না, বরং আধুনিক শিক্ষার সঙ্গেও সমন্বয় রেখে শিক্ষার্থীদের সকল দিক থেকে উন্নত করার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য হল, একজন শিক্ষার্থী শুধু জ্ঞানী না হয়ে, মুত্বাকী পরহেজগার আল্লাহওয়ালা হতে পারে। একজন সুশৃঙ্খল, মানবিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী ব্যক্তি হিসেবে সমাজে কাজ করতে সক্ষম হয়। অনলাইন মাদরাসার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিশ্বের যে কোন প্রান্ত থেকে, যে কোন সময়, সহজেই ইসলামী শিক্ষা গ্রহণ করতে সক্ষম। প্রযুক্তির সাহায্যে শ্রেণীকক্ষে উপস্থিত না থেকেও আপনারা একেবারে ঘরে বসেই জ্ঞান অর্জন করতে পারবেন। আমাদের শিক্ষক/ শিক্ষিকা মহোদয় অত্যন্ত অভিজ্ঞ এবং তাদের একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং ইসলামী শিক্ষার প্রতি আনুগত্য আপনাদের শিখতে উৎসাহিত করবে। তারা আপনাদের প্রতি নিবেদিত এবং আপনাদের সফলতার জন্য সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন। আমি আশা করি, আমাদের মাদরাসার শিক্ষার্থীরা শুধু বিশ্বনেতা হবে না, বরং তারা এমন প্রকৃত মুসলিম হবে যারা পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করবে এবং পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। আমি আপনাদের সকলকে এই শিক্ষাযাত্রায় সফলতা কামনা করছি।
আমাদের মাদরাসায় বর্তমানে নারী ও শিশুদের জন্য বিভিন্ন কোর্স চালু রয়েছে। কারণ আমরা জানি যে, ইসলাম শিক্ষা শুধু পুরুষদের জন্য নয়, বরং মহিলাদের জন্যও সমান গুরুত্বপূর্ণ। পুরুষদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকলেও নারীদের জন্য তেমন ব্যবস্থাপনা নেই। একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন শিক্ষক, একজন সমাজকর্মী — আপনারা সমাজের সবখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এবং তাই ইসলামী শিক্ষায় সমৃদ্ধ হয়ে এই ভূমিকা আরও দৃঢ় ও কার্যকরভাবে পালন করতে পারেন।
বর্তমান যুগে, যেখানে মহিলাদের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ এবং বাধা থাকে, সেখানে ইসলামী শিক্ষার সত্য এবং ন্যায্য দিকগুলো জানা এবং তা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনলাইন মাদরাসা আপনাদের জন্য সেই সুযোগ তৈরি করেছে যাতে আপনাদের ঘরে বসেই শাস্ত্রীয়, নৈতিক, এবং আধ্যাত্মিক শিক্ষায় সমৃদ্ধ হতে পারেন।
আমরা জানি, একজন মহিলার জীবন যেন একটি নিরব, শক্তিশালী এবং মার্জিত আন্দোলন হয়, সেটি সঠিক ইসলামী শিক্ষা এবং ঈমানের ওপর ভিত্তি করে গড়ে তোলা সম্ভব। আপনারা যদি সঠিক ইসলামী জ্ঞান অর্জন করেন, তাহলে শুধু নিজের জীবনই সুন্দর হবে না, বরং আপনি পরিবার, সমাজ এবং জাতির জন্যও একটি আদর্শ হয়ে উঠবেন।
আমাদের লক্ষ্য হল আপনাদেরকে এমন এক শিক্ষার পরিবেশ প্রদান করা, যেখানে আপনারা নিজেদেরকে আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং আল্লাহর কাছে সন্তুষ্টির পথে এগিয়ে যেতে পারবেন। এই মাদরাসা আপনাদের জন্য একটি নিরাপদ এবং অনুপ্রেরণামূলক স্থান, যেখানে আপনি কোনও ধরণের বাধা ছাড়াই জ্ঞান অর্জন করতে পারবেন। আপনি যদি মাদরাসার শিক্ষা নিয়ে আপনার জীবনকে সাজান, তাহলে আপনি নিজেই এক একজন পরিবর্তনকারী হবেন এবং আপনার চারপাশে আলো ছড়াবেন।
আমি নিশ্চিত, আমাদের এই শিক্ষালয় থেকে আপনি শুধু ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকেই শিক্ষা নেবেন না, বরং জীবনের নানা দিক থেকে শরীয়তের পক্ষ থেকে অর্পিত বিধান যেমন পারিবারিক দায়িত্ব, আত্মসম্মান, সমাজে নারীর অধিকার ও ভূমিকা, এবং পরিবারের প্রতি দায়িত্বশীলতার ক্ষেত্রে একটি পরিপূর্ণ ধারণা লাভ করবেন। আমাদের শিক্ষাদানে আধুনিকতা ও ঐতিহ্যের একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি থাকবে, যাতে আপনি এই যুগের চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করতে পারেন।
আল্লাহ আপনাদেরকে সব ধরনের সফলতা এবং পরিপূর্ণ শান্তি দান করুন। আমাদের মাদরাসার শিক্ষায় আপনাদের সাফল্য কামনা করি এবং আশা করি, আপনি একজন আদর্শ মুসলিম নারী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবেন। ইং শা আল্লাহ ।আল্লাহ আমাদের সহায় হোন, এবং আমাদের কাজকে সঠিক পথে পরিচালিত করুন । আমাদের লক্ষ্য মহান, এবং আমাদের লক্ষ্যকে বাস্তবায়িত করতে আমরা একসাথে কাজ করবো। ইং শা আল্লাহ ।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পরিপূর্ণ মুত্তাকী পরহেজগার আল্লাহওয়ালা, খাটি বান্দা হিসেবে কবুল করুন। আমিন।