About Institute
স্নেহধন্য মায়ের কোল সন্তানের জন্য পৃথিবীর সর্ব প্রথম আদর্শ শিক্ষা কেন্দ্র। মা সন্তানের প্রাথমিক ও মৌলিক ওস্তাদ। মায়ের শিক্ষা শিশুর জীবন গঠনের প্রতিটি ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী। পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশী আবার মহিলার চেয়ে শিশুর সংখ্যা বেশী। এ ক্ষেত্রে মাতৃজাতিই যদি ইসলামী শিক্ষায় বঞ্চিত থেকে যায় তবে শিশুরা শিখবে কোত্থেকে? তাই বর্তমান ও অনাগত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় নারী শিক্ষার অপরিহার্যতা অস্বীকার করার কোন উপায় নেই। এ দৃষ্টিকোন থেকেই আলেম-ওলামাগণ ও সমাজের চিন্তাশীল ব্যক্তিবর্গ মহিলাদের শিক্ষার উপর গুরুত্ব উপলব্ধি করে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্বারোপ করে থাকেন। কেননা মা যদি শিক্ষিতা, দ্বীনদার ও তৌহিদবাদি আদর্শ মুসলিমা হন, তবেই তার অনুসরণে সন্তান আদর্শ মুসলিমরূপে গড়ে উঠতে বাধ্য। এরই ফলশ্রুতিতে ইং শা আল্লাহ ইসলামী পরিবার ও সমাজ গড়ে উঠবে এতে সন্দেহের অবকাশ নেই। কিন্তু সামাজিক শিক্ষা ব্যবস্থার অবনতি , চাকুরীজীবী, সাংসারিক দায়িত্ববোধ কিংবা জেনারেল শিক্ষা যেন ইসলাম শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। উপরোল্লিখিত সেই সকল বিষয়ের প্রতি চিন্তা করে প্রতিষ্ঠিত হয়েছে অনলাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা । বলা বাহুল্য প্রতিষ্ঠাতার চিন্তা অনুযায়ী শুরু থেকেই একে বিশ্ব বিখ্যাত দারুল উলুম দেওবন্দের অনুসরণে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর বোর্ড কর্তৃক কওমি মাদ্রাসার সিলেবাস অনুযায়ী অনলাইন কওমী মাদ্রাসা হিসাবে গড়ে তোলার নীতি গ্রহণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন শহর ও অঞ্চল থেকে শত শত মানুষ দ্বীনি শিক্ষা গ্রহণ করছে এবং মহিলারাও পাচ্ছে সঠিক পথের সন্ধান।